ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অপমানে শো ছেড়ে বেরিয়ে গেলেন উরফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আমাদের অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উরফি জাভেদ মানেই নানা বিতর্ক। তার পোশাক থেকে মন্তব্য নানা বিষয় ঘিরে আলোচনা চলতেই থাকে। এবারও আরও একবার সংবাদের শিরোনামে এই মডেল। কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন উরফি। সেখানকার একটি ঘটনাকে কেন্দ্র করেই টক অফ দ্য টাউন তিনি। রায়নার শোতে উরফি ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারিদিকে শুরু হয় নানা কানাঘোষা, মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান মডেল।

টেলিচক্করের রিপোর্ট অনুসারে, উরফি ইন্ডিয়াস গট ট্যালেন্ট- এর শোয়ে একজন বিচারক হিসেবে গিয়েছিলেন। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত করতে থাকেন, গালিগালাজ করেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা কথা বলতে থাকেন। অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেনি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকী উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনও প্রতিবাদ করেননি। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শো ছেড়েই মাঝপথে বেরিয়ে যান উরফি। এটাই প্রথম নয়, সাময় রায়নার শো’তে এর আগেও নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটে। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপমানে শো ছেড়ে বেরিয়ে গেলেন উরফি

আপডেট সময় : ০৩:৪৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

উরফি জাভেদ মানেই নানা বিতর্ক। তার পোশাক থেকে মন্তব্য নানা বিষয় ঘিরে আলোচনা চলতেই থাকে। এবারও আরও একবার সংবাদের শিরোনামে এই মডেল। কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন উরফি। সেখানকার একটি ঘটনাকে কেন্দ্র করেই টক অফ দ্য টাউন তিনি। রায়নার শোতে উরফি ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারিদিকে শুরু হয় নানা কানাঘোষা, মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান মডেল।

টেলিচক্করের রিপোর্ট অনুসারে, উরফি ইন্ডিয়াস গট ট্যালেন্ট- এর শোয়ে একজন বিচারক হিসেবে গিয়েছিলেন। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত করতে থাকেন, গালিগালাজ করেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা কথা বলতে থাকেন। অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেনি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকী উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনও প্রতিবাদ করেননি। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শো ছেড়েই মাঝপথে বেরিয়ে যান উরফি। এটাই প্রথম নয়, সাময় রায়নার শো’তে এর আগেও নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটে। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি।