ঐতিহ্যবাহী আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর শুক্রবার ঢাকায় নবাবীভোজ রেস্টুরেন্টে দ্বিতীয় তলা রিং রোড-শ্যামলী (শিয়া মসজিদের সাথে) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন এবং কিভাবে রেজিষ্ট্রেশনের কাজ সহজ করা যায় এ ব্যাপারে আলোচনা করা হয়।
সভায় উল্লেখ্যযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনাম চৌধুরী, নাছিরুল ইসলাম খান, জিল্লুর রহমান, মাকসুদুল ইসলাম, শরীফ শেখ, মফিজ মোল্লা, তাজুল ইসলাম, আলমগীর কবীর টুটুল, মোঃ জহিরুল ইসলাম, হাবিবুল বাশার, অর্জুন চন্দ্র দাস, নাহিদুল আজাদ নোমান, রাসেল বকাউল, অহিদুর রহমান রুবেল, সোহেব এমরান, নূর মোহাম্মদ, মুক্তার হোসেন, কেএম আরাফাত ইসলাম , জিহাদ আহসান ইমন, হাছানুজ্জামান, মাহফুজুর রহমান রেবন, নবীর হোসেন, নিশান হাজরা, রনি বেপারী, সজিব গাজী, জালাল উদ্দিন লাবু, ইয়াছিন হাজরা, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ইসমাইল হাজরা, শরীফ প্রধানীয়া, আবদুল্লাহ আল নোমান, শাহ মোঃ জাবেদ, এস এম নেয়ামুল, মোঃ মাসুদ বকাউল, জামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আহবায়ক কমিটি আলাউদ্দিন মাস্টার (প্রধান শিক্ষক) ও এনাম চৌধুরী (সদস্য সচিব)কে নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৫ তারিখে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল)। ই-মেইল : theeasternmedia999@gmail.com
Copyright © 2025 Theeasternmedia. All rights reserved.