গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও আব্দুল্লাহ মনসুর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে তাদের পক্ষে আইনজীবী শাহিন হাওলাদার এ জামিন আবেদন করেন। এর আগে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান ও মাওলানা জুবায়েরের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। ময়দানের চারপাশে দেখা যায়, পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেও কিছু মুসল্লি মাঠে অবস্থান করছেন। তাদের দাবি, তারা ইজতেমার মালামাল পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছেন।সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের কড়া নিরাপত্তা অব্যাহত রয়েছে। এছাড়া স্টেশন রোড, মুন্নু গেট ও কামারপাড়া সড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা সম্ভব নয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল)। ই-মেইল : theeasternmedia999@gmail.com
Copyright © 2025 Theeasternmedia. All rights reserved.