ম্যানচেস্টার ইজ রেড। আগামী কদিনের জন্য ম্যানচেস্টার শহরের রংটা লালই থাকলো। পেপ গার্দিওলার দুর্দশা কাটলো না বিগ ম্যাচে এসেও। ১৯৫তম ম্যানচেস্টার ডার্বির শেষটা হলো রেড ডেভিলদের জয়ে। শেষ ১১ ম্যাচে ম্যানসিটির হার ৮ ম্যাচে। জয় কেবল ১টিতে। রুবেন আমোরিম স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ম্যান ইউনাইটেড কোচ হিসেবে নিজের প্রথম ডার্বি ম্যাচেই পেলেন জয়ের দেখা।
যদিও ২-১ গোলের জয়ে ইউনাইটেড নিজেদের জয়টা মূলত পেয়েছে ম্যানসিটির অবিশ্বাস্য ভুল আর শেষ তিন মিনিটের ঝড়ে। মিডফিল্ডার ম্যাথিউস নুনেজের অবিশ্বাস্য ভুলে বল পেয়ে গিয়েছিলেন আমাদ দিয়ালো। তাকে আটকাতে ফাউল করে ইউনাইটেডকে ৮৮ মিনিটে ম্যাচে ফেরার উপলক্ষ্য করে দেন নুনেজ নিজেই।
আর ৯০ মিনিটে আমাদ দিয়ালো আরও একবার বল জড়িয়েছেন সিটিজেন্সদের জালে। যেটা তাদেরকে এনে দিয়েছে ডার্বি ম্যাচে জয়ের স্বাদ। বৃথা গেল ম্যানসিটি ডিফেন্ডার ইয়াস্কো গার্ভাদিওলের ৩৬ মিনিটে করা গোল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল)। ই-মেইল : theeasternmedia999@gmail.com
Copyright © 2025 Theeasternmedia. All rights reserved.