বাঙালির গৌরবের দিন, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। এদিকে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিজয় দিবস উপযাপনের ছবি শেয়ার করেছেন।
অভিনেত্রী শবনম বুবলী বিজয় দিবস উপযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বিজয়ের সাজে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ফটোশুট করেছেন।
ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’ ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে লাল সবুজের পতাকা হাতে ছেলে শেহজাদ পাশে রয়েছেন বুবলী।
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। আফসিন আহমেদ নুরান নামে এক ভক্ত লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে, বিজয় দিবসের শুভেচ্ছা রইলো, সবাই কে আমন্ত্রণ রইলো।’ আরেজনের ভাষ্য, ‘বুবলী আপু ও বীরকে মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে মা ও ছেলের অকৃত্রিম ভালোবাসা, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
উল্লেখ্য, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।
এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল)। ই-মেইল : theeasternmedia999@gmail.com
Copyright © 2025 Theeasternmedia. All rights reserved.