চার দিনে নির্ধারিত ৩৬০ ওভারের মাঝে খেলা হয়েছে মোটে ১২৯ ওভার। এমন অবস্থায় ব্রিসবেন টেস্টে ফলাফল পাওয়া যাবে- এমন বাজি ধরার লোক ছিল এমন দাবি করা চলে না। কিন্তু, ভারতীয় পেসাররা শেষদিনে আগুন ঝরালেন গ্যাবার ফাস্ট পিচে। জাসপ্রিত বুমরাহ পেয়েছেন ৩ উইকেট, আকাশ দীপ আর মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮৫ রানের লিড নিয়েও তাই খুব একটা স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ভারতের তিন পেসারদের কারণে ৮৯ রানে ৭ উইকেট থাকা অবস্থাতেই ইনিংস ঘোষণা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের সামনে এখন টার্গেট ২৭৫। দিনের বাকি ৫৪ ওভার। যদিও এরমাঝে ঠিক কত ওভার খেলা হবে সেটাই এক বড় প্রশ্ন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল)। ই-মেইল : theeasternmedia999@gmail.com
Copyright © 2025 Theeasternmedia. All rights reserved.