মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির ৫৯ নেতা-কর্মী
- আপডেট সময় : ০৪:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
চাঁদপুর শহরে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ নেতাকর্মী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অবহ্যতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর মডেল থানার জি আর ৮৪৪/২২ মামলায় এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম গত ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের নামে এ মামলা করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন বলেন, মিথ্যা তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আজ বিজ্ঞ আদালত নেতাকর্মীদের এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।