ছড়িয়ে পড়ে রণবীরের মাহিরার সঙ্গে গোপন ছবি

- আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। যদিও ভারতেও ছড়িয়ে রয়েছে তার অসংখ্য অনুরাগী। শাহরুখ খানের সঙ্গে ‘রেইস’ ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু বলিউডে তার ক্যারিয়ার উজ্জ্বল হওয়ার আগেই ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।
মূলত বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল হওয়া ছবিকেই তার নিষেধাজ্ঞার কারণ হিসেবে মনে করেন অভিনেত্রী। ২০১৭ সালে ‘রেইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মাহিরা। সে সময়ই এমন কিছু ঘটেছিল যা তাকে বিতর্কে ফেলে দিয়েছিল।
ইন্টারনেটে ওই সময় মাহিরার একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ধূমপান করতে দেখা যায়। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। পাকিস্তানের অভিনেত্রীর সঙ্গে বলিউড অভিনেতার সম্পর্ক, ঘনিষ্ঠতা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেন মাহিরা খান। যেখানে তিনি বলেন, ‘এটা একটা কঠিন যাত্রা। আমার অনুরাগীরাও এই যাত্রার একটি অংশ। বিবাহবিচ্ছেদ, অন্তঃসত্ত্বা হওয়া, সবশেষ এই যাত্রায় আমার সাথে সন্তানের পাশে থাকা….সবকিছুই একটা অভিজ্ঞতার অংশ। এমনকি রণবীরের সঙ্গে ওই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়াও।’
মাহিরা বললেন, ‘এই ঘটনাগুলো আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। সে সময় নেটিজেনদেরও বাজে মন্তব্য শুনতে হয়েছে। যা শুনে খুব কষ্ট পেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু সহ্য করে নিয়েছি। সামলে নিতে পেরেছি।’