ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টম অ্যান্ড জেরিকে নকল করেছে পুষ্পা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
আমাদের অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য মুক্তি পাওয়া আল্লু আর্জুনের দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’ নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের একাংশের মতে, সিনেমাটির কিছু দৃশ্য বা চারিত্রিক ভঙ্গি বহুল জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে অনুপ্রাণিত বা নকল হয়েছে। এমন দাবির পর থেকে ছবিটির পুষ্পা চরিত্র নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের আলোচনা।

ছবিতে আল্লু অর্জুন অভিনীত চরিত্র পুষ্পার আদবকায়দা, হাবভাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকের মধ্যে। এদিকে সম্প্রতি ‘টম অ্যান্ড জেরি’র একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

তাতে দেখা যাচ্ছে, কার্টুন চরিত্রগুলিতে সেসব অঙ্গভঙ্গি রয়েছে যা অবিকল দেখা গেছে ‘পুষ্পা’র বিখ্যাত অঙ্গিভঙ্গি‌র দৃশ্যতেও। বলা বাহুল্য, ‘পুষ্পা’র প্রায় ৪-৫ দশক আগেই মুক্তি পেয়েছিল ‘টম আ্যান্ড জেরি’র সেসব পর্ব। তাই তো নেটিজেনদের একাংশের মত, এই ‘টম অ্যান্ড জেরি’কে দেখেই নকল করেছে পুষ্পা!

যেমন, ‘পুষ্পা’র চিবুকের নীচ ঘেঁষে হাত চালানোর ভঙ্গি যেমন দর্শকদের নজর কেড়েছে, একই অঙ্গভঙ্গি ঠিক জেরিকেও এর আগে করতে দেখা গেছে। আবার পুষ্পার সেই এক পা টেনে টেনে হেঁটে শ্রীবল্লীকে ডাকার দৃশ্যের মতো অবিকল করে হাঁটার দৃশ্য নয়ের দশকে সেরে ফেলেছে টম-ও!

বিষয়টি নিয়ে হাসাহাসির মাঝে এক নেটিজেন লেখেন, ‘আমি নিশ্চিত ‘পুষ্পা’ পরিচালক ছোটবেলায় ‘টম অ্যান্ড জেরি’ দেখতেন’। অন্য এক নেটিজেন লেখেন, ‘এ তো পুরো ‘টম অ্যান্ড জেরি’র থেকে কপি’।

গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে আল্লু অর্জুনের ছবি। বক্স অফিস সূত্রে খবর, ‘পুষ্পা টু: দ্য রুল’ সমস্ত ভারতীয় ছবির ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ঘরে নাম লিখিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টম অ্যান্ড জেরিকে নকল করেছে পুষ্পা

আপডেট সময় : ০৩:৪২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

সদ্য মুক্তি পাওয়া আল্লু আর্জুনের দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’ নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের একাংশের মতে, সিনেমাটির কিছু দৃশ্য বা চারিত্রিক ভঙ্গি বহুল জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে অনুপ্রাণিত বা নকল হয়েছে। এমন দাবির পর থেকে ছবিটির পুষ্পা চরিত্র নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের আলোচনা।

ছবিতে আল্লু অর্জুন অভিনীত চরিত্র পুষ্পার আদবকায়দা, হাবভাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকের মধ্যে। এদিকে সম্প্রতি ‘টম অ্যান্ড জেরি’র একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

তাতে দেখা যাচ্ছে, কার্টুন চরিত্রগুলিতে সেসব অঙ্গভঙ্গি রয়েছে যা অবিকল দেখা গেছে ‘পুষ্পা’র বিখ্যাত অঙ্গিভঙ্গি‌র দৃশ্যতেও। বলা বাহুল্য, ‘পুষ্পা’র প্রায় ৪-৫ দশক আগেই মুক্তি পেয়েছিল ‘টম আ্যান্ড জেরি’র সেসব পর্ব। তাই তো নেটিজেনদের একাংশের মত, এই ‘টম অ্যান্ড জেরি’কে দেখেই নকল করেছে পুষ্পা!

যেমন, ‘পুষ্পা’র চিবুকের নীচ ঘেঁষে হাত চালানোর ভঙ্গি যেমন দর্শকদের নজর কেড়েছে, একই অঙ্গভঙ্গি ঠিক জেরিকেও এর আগে করতে দেখা গেছে। আবার পুষ্পার সেই এক পা টেনে টেনে হেঁটে শ্রীবল্লীকে ডাকার দৃশ্যের মতো অবিকল করে হাঁটার দৃশ্য নয়ের দশকে সেরে ফেলেছে টম-ও!

বিষয়টি নিয়ে হাসাহাসির মাঝে এক নেটিজেন লেখেন, ‘আমি নিশ্চিত ‘পুষ্পা’ পরিচালক ছোটবেলায় ‘টম অ্যান্ড জেরি’ দেখতেন’। অন্য এক নেটিজেন লেখেন, ‘এ তো পুরো ‘টম অ্যান্ড জেরি’র থেকে কপি’।

গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে আল্লু অর্জুনের ছবি। বক্স অফিস সূত্রে খবর, ‘পুষ্পা টু: দ্য রুল’ সমস্ত ভারতীয় ছবির ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ঘরে নাম লিখিয়েছে।